সুন্দরবনে জেলের জালে সাড়ে ৩২কেজি ওজনের কোড়াল মাছ
জিএম শাহিদুজ্জামান লিয়ন, উপকূলীয় প্রতিনিধী: পশ্চিম সুন্দরবনের বাটুলা নদীতে এক জেলের জালে ধরা পড়লো সাড়ে ৩২ কেজি ওজনের দাতিনা কোড়াল মাছ। শ্যামনগর উপজেলার গাবুরা নাপিত খালী এলাকার আকবর আলী মোড়ল নামের এক জেলের জালে ধরা পড়ে দাতিনা কোড়াল মাছটি।
১৩ই ডিসেম্বর শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের বাটুলা নদী থেকে দাতিনা কোড়াল মাছ ধরা পড়েছে বলে জানান জেলে আকবর আলী মোড়ল।
শনিবার বিকালে জেলের নিজ বাড়িতে এ মাছ সেলের মাধ্যমে বিক্রি করা হয়েছে। ১৪ই ডিসেম্বর খুলনা, কয়রা ও শ্যামনগর থেকে বেশ কয়েকটি পার্টি আসেন মাছ টি ক্রয় করতে। দর কসাকসির এক পর্যায়ে ৩ লাখ ১০ হাজার টাকায় দাতিনা কোড়াল মাছটি ক্রয় করেন শ্যামনগর সোনার মোড় এলাকার আব্দুস সাত্তার। জেলে আকবর আলী মোড়ল এর কাছে মাছের বিষয় জানতে চাইলে তিনি বলেন এই প্রথম এতবড় মাছ আমার জালে ধরা পড়েছে, আমি খুব খুশি হয়েছি।