ইতিহাস ঐতিহ্যজীবনযাপনশিক্ষাঙ্গনসদর

সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জুবিলি উদযাপনে চুড়ান্ত মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জুবিলি উদযাপনে ৩য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম-এর সভাপতিত্বে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপন লক্ষ্যে এ চুড়ান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান বাস্তবায়নে আংশিক উপদেষ্টা পরিষদ ও অনুষ্ঠান উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক উপ-কমিটি গঠন করা হবে এসকল কমিটিতে মতবিনিময় সভায় উপস্থিত সকলকে রাখা ও অনুপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকেও ইচ্ছুকরা থাকতে পারবেন প্রয়োজন অনুযায়ী।

প্রধান উপদেষ্টা কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, অনুষ্ঠান উদযাপন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর লিয়াকত পারভেজ ও সদস্য সচিব প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান মুকুল এবং প্রফেসর আবুল কালাম আজাদকে অর্থ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

মতবিনিময় সভায় ১৯৬৭ থেকে এ পর্যন্ত প্রাক্তন ও বর্তমান দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন মোহাম্মদ ইমদাদুল হক, মো. মোজাম্মেল হোসেন, মো. আকবর হোসেন, মো. আব্দুল হামিদ, আবুল কালাম বাবলা, ডক্টর রবিউল ইসলাম খান, অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, কাজী কবিরুল হাসান বাদশা, মো. আফসার আলী, কাজী কামরুজ্জামান, হাবিবুর রহমান হাবিব, প্রফেসর বাসুদেব বসু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, মো. আব্দুল কাদের, মো. জুনায়েদ হোসেন বায়রন, শেখ শফিক উদ দৌলা সাগর, মীর তাজুল ইসলাম রিপন, সৈয়দ মহিউদ্দিন হাসেমী, মোঃ হাফিজুল আল মাহমুদ রিটু, মোঃ মশিউর রহমান বাবু, মো. সাকিবুর রহমান ও শাকিল আহসান পলাশ প্রমূখ।

সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে, রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট অনলাইনে আগামী বছর ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি দিয়ে অংশগ্রহণ করতে হবে। কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ২ হাজার ও বর্তমান পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং একটি খসড়া ব্যয় বাজেট তুলে ধরেন কামরুল ইসলাম ফারুক ও মোঃ কামরুজ্জামান রাসেল। আগামী বছর ২০২৫ সনের ৩ এপ্রিল এই প্লাটিনাম জুবিলি উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাক্তন ৩ হাজার ও বর্তমান ২ হাজার মিলে প্রাথমিকভাবে ৫ হাজার শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হবে ধারণা করেই এই ব্যয় বাজেট। অত্র কলেজ থেকে পাশ করা সার্টিফিকেটধারীরাই অংশগ্রহণের সুযোগ পাবেন। এ অনুষ্ঠান বাস্তবায়নের মুল কমিটির সদস্যদের কাজে উপ-কমিটি সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন। রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বুথ খোলা হবে। এব্যাপারে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কভার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপারে প্রচার প্রচারণা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *