শিক্ষাঙ্গনসদর

বুদ্ধিজীবী দিবসে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা

স্টাফ রিপোর্টার: ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মহসিন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, সহকারী শিক্ষক রেহানা পারভীন, ফয়জুল হক, মো. মুকুল হোসেন, জয়দেব কুমার বাছাড়, মিলন কবিরাজ, ভবতোষ সরকার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *