খুলনাপাইকগাছা

পাইকগাছায় জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যার দাবীতে মানববন্ধন

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যা’র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমবেত জলবায়ু যোদ্ধারা নানা দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান ও মানববন্ধনের মধ্যে দিয়ে তাদের দাবি প্রদর্শন করেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে খুলনা পাইকগাছা প্রধান সড়কে মা সংসদ, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব ও যুব গ্রুপের সহযোগিতায় এলাকার সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএম,এ রাজ্জাক, তিনি বলেন জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলো দায়ী। অথচ বাংলাদেশসহ সারাবিশ্ব ক্ষতিগ্রস্ত ও গভীর সংকটে পরেছে। তাদেরকেই নিতে হবে বাড়তি দায়িত্ব, দ্রুততম সময়ে প্রতিশ্রুতি অর্থ দিতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু সুবিচারের দাবিতে উন্নত দেশগুলোকে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার যোগ্য পথ নকশাপ্রণয়ন, দ্রুত বাস্তবায়ন এবং অধিকার ভিত্তিতে অভিযোজন তহবিল সরবরাহ করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন “জলবায়ু ক্ষয়-ক্ষতির ন্যায্য হিস্যা, নিরাপদ পানি নিশ্চিত করণ ও নদী ভাঙ্গন রোধে সরকারের কাছে পর্যাপ্ত বাজেট দাবী করেন। তা-ছাড়া লবন পানির প্রবেশ রোধ, নদী খনন ও মিঠা পানির উৎস রক্ষা করার দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন পিন্টু চন্দ্র দাশ,মিতা রানী দাশ,মিন্টু অধিকারি ও চামেলি বেগমসহ জলবায়ুযোদ্ধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *