জয়িতা পুরস্কারে ভূষিত হয়েছেন নাহিদাল আরজিন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার ‘শিক্ষা ও নারী ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জয়িতা পুরস্কারে ভূষিত হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার বদ্দীপুর বহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদাল আরজিন।
শিক্ষা ও নারী ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন সাতক্ষীরা সদর উপজেলার বদ্দীপুর বহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদাল আরজিন। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা পর্যায়ে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নাহিদাল আরজিনকে ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সামাজিক বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া নারীদের স্বীকৃতসরূপ এ পুরস্কার দেওয়া হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, ২০২১ সালে থেকে বাংলাদেশের শিক্ষকদের বৃহত্তম প্লাটফর্ম শিক্ষক বাতায়নের জেলা আইসিটি অ্যাম্বাসেডর। আইসিটিতে সাধারণ শিক্ষকদের এগিয়ে নিতে নাহিদাল আরজিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তিনি সদর উপজেলা থেকে ২০২২ এবং ২০২৪ সালে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নাহিদাল আরজিন বলেন, স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন, আমি যেন আমার শিক্ষার্থীদের সমাজের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।