কালিগঞ্জ

কালিগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

এসএম গোলাম ফারুক/মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৪ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের ডাকবাংলা মোড়ে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দীন, সরকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসেনে আরা খানম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস,এম শাহাদাত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক শেখ রাকিবুজ্জামান রাকিব ও আমির হামজা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং সকল শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন ১৯৭১ সালের সারা বছর ধরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এরপর ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বিজয়ের পূর্ব মুহূর্তে বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *