অনলাইনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে ২য় মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কলেজের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, সাতক্ষীরা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান মুকুল, প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম ফারুক, অধ্যাপক মোঃ ইমদাদুল হক, অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ ফজলুর রহমান, অধ্যাপক গাজী আবুল কাশেম, মোঃ আকবর হোসেন, প্রফেসর মোঃ আব্দুল হামিদ, রেহেনা খানম, ডাঃ আবুল কালাম বাবলা, ডক্টর রবিউল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আসাদুল হক, খন্দকার আরিফ হাসান, কাজী কামরুজ্জামান, হাবিবুর রহমান হাবিব, সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, শিক্ষক মোঃ আনিছুর রহমান, মোঃ সাইদুর রহমান শাহীন, মোঃ আতাউর রহমান, মোঃ হাবিবুর রহমান, শেখ রহমান, সাবেক মেয়র মোঃ তাসকিন আহমেদ চিশচি, অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতি, শাহানা সুলতানা, সৈয়দা তাতুন, মাজহারুল ইসলাম, অধ্যক্ষ মোঃ হাফিজুল আল মাহমুদ রিটু, মোঃ আব্দুস সাত্তার, অধ্যক্ষ আহছানুস সালেহীন ইভন, মোঃ কামরুজ্জামান রাসেল, মোঃ জুনায়েদ হোসেন বায়রন, মীর তাজুল ইসলাম রিপন, শেখ আশরাফুজ্জামান, শেখ ফারুকুজ্জামান ডেভিড, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আহসানুল কাদির স্বপন, আব্দুল্লাহ আল মামুন, শেখ মাসুম বিল্লাহ শাহীন, এস‌এম আসাদুল হক লাবলু, মোঃ আনোয়ারুল ইসলাম ও মোহাম্মদ সাকিবুর রহমানসহ ১৯৬৭ থেকে ২০২৪ সন পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, নির্দিষ্ট অনলাইনে আগামী বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমার দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আগামী ১৩ ডিসেম্বর চুড়ান্ত মতবিনিময় সভায় ফি নির্ধারণ করা হতে পারে। তবে আগামী বছর ২০২৫ সনের ৩ এপ্রিল এই প্লাটিনাম জুবিলি উদযাপন তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

১৯৪৬ সালে অত্র কলেজ প্রতিষ্ঠান হতে যারা পাশ করে সার্টিফিকেট অর্জন করেছেন তাদের সকলের অংশগ্রহণের আহ্বান ও রুচিশীল জাঁকজমকপূর্ণ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। এক‌ইসাথে আগামী ১৩ ডিসেম্বর ৩য় এবং চুড়ান্ত মতবিনিময় সভার আহ্বান জানান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *