শ্যামনগরে ইউনিয়ন পরিষদ পরিচালন এবং জলবায়ু ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
নাজমুল আলম মুন্না: শ্যামনগরে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে শ্যামনগর উপজেলা প্রশাসন এবং রূপান্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
কর্মশালায় অতিথি ছিলেন উপজেলা বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, ওয়াটারএইড ও সুইসকনটাক্ট বাংলাদেশের প্রতিনিধিগণ। কর্মশালায় অংশগ্রহন করেন ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ওয়াটার এইডের প্রতিনিধি।
অনুষ্ঠানে বক্তারা পানি ও বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।