আশাশুনি

আশাশুনিতে ইউনিয়ন পরিষদ পরিচালন এবং জলবায়ু ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়নে কর্মশালা

স্টাফ রিপোর্টার: আশাশুনিতে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বজ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় ওয়াটারএইড বাংলাদশে ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে আশাশুনি উপজেলা প্রশাসন এবং রূপান্তরের আয়োজনে আশাশুনি অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেদ হোসাইন।

অতিথি ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, ওয়াটারএইড ও সুইসকনটাক্ট বাংলাদেশের প্রতিনিধিগণ। কর্মশালায় অংশগ্রহন করেন ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দরা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তর প্রতিনিধি এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ওয়াটার এইড প্রতিনিধি। অনুষ্ঠানে বক্তারা পানি ও বজ্য ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *