সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ আটক -১
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ এক জন আটক হয়েছে।
রবিবার (০৮ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে সদর উপজেলার হরিশপুর থেকে স্বর্ণের বার দুটি আটক করে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল হরিশপুর পাকা রাস্তা হতে সন্দেহজনকভাবে একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (২৫)কে ০১টি মোবাইলসহ আটক করে। এ সময় আল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তার পায়ুপথে স্বর্ণের বার আছে বলে স্বীকার করে। পরবর্তীতে ঔষধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে ২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম যার মূল্য ২৭ লাখ ৪৪ হাজার ৩০৪ টাকা, ১টি মোবাইল ২৫ হাজার টাকা এবং নগদ ৪ হাজার টাকা। সর্বমোট মূল্য-২৭ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা।
বিজিবি অধিনায়ক জানান, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।