শ্যামনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন
শ্যামনগর প্রতিনিধি: পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটা আমাদের মানসিকতার প্রতিফলন প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৭ই ডিসেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের নেতৃত্বে প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকগণক সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেন।
প্রেসক্লাবের সামনে থেকে পরিচ্ছন্নতা কাজ শুরু করে সদরে প্রধান প্রধান সড়ক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় প্রেসক্লাবের পরিচ্ছন্নতার কাজ করার উদ্যোগকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন একত্বতা ঘোষণা করে সাংবাদিকদের ধন্যবাদ জানান।