কলারোয়ায় ১০১ বোতল ফেন্সিডিলসহ নিয়মিত মামলায় ২ আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: কলারোয়া থানা পুলিশের অভিযানে ১০১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ নিয়মিত মামলায় ০২ জন আসামী গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ১২ টার দিকে যশোর জেলার শার্শা থানার রাড়ীপুকুর গ্রামের রমজান আলীর ছেলে মাছুদ রানা ওরফে মাছুম ( ২৬) এবং মৃত. মকবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির (৫৬)কে কলারোয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান , অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার প পদন্নোতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
দুই আসামীকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।