কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টায় বিজয়ের মাস উপলক্ষে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় রায়পুরে এ মেডিকেল ক্যাম্প হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তৈবুর স্যার ফাউন্ডেশানের সভাপতি বাবলু হোসেন।সাধারণ সম্পাদক মজনু মল্লিক, সাংগঠনিক সম্পাদক আলামিন, কোষাধজ্ঞ মাসুম বিল্লাহ, প্রধান উপদেষ্টা হালিম সরদার সহ প্রবাসে থাকা সাংগঠনের সকল নেতৃবৃন্দ।
সার্বিক পরিচালনা ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফজলু মল্লিক, মোঃ শাহাবুদ্দিন, আজিজুল হালদার, সেরাজুল মাস্টার, আব্দুল মজিদ, মোস্তফা কারিকার, আবুল হোসেন, মোরশেদ গাজী, রুবেল, শাহিন, মোস্তাফিজুর, রাসেল, সাইদুর, আবু হুরায়রা, অপু প্রমুখ।
সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হয়।