অপরাধআইন আদালতকালিগঞ্জ

কালিগঞ্জের মহিষকুড়ে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত (২০ নভেম্বর বুধবার) ভোরে মহিষকুড় গ্ৰামের মৃত্যু শেখ আবুল হোসেন এর ছেলে বানিউল ইসলাম (৪২) এর স্ত্রী মুক্তা আক্তার’কে অতর্কিত হামলায় শ্লীলতাহানি সহ ব্যাপক মারধর করেন। পরবর্তীতে মঙ্গলবার (০৩ ডিসেম্বর ) বসতবাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা সহ আসবাবপত্র ভাঙচুর করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।

অতর্কিত হামলা মারধর শ্লীলতাহানি সহ ভাঙচুর করেন। একই গ্ৰামের মৃত শেখ মকবুল হোসেন এর ছেলে নাজিমউদ্দিন, নুরুজ্জামান, রাজু, মোস্তাফিজুর এর স্ত্রী রোজিনা আক্তার, ছকিনা পারভিন, সানজিদা, রাশিয়া, সুফিয়া, মনোয়ারা, মরিয়ম, সুমি সহ অজ্ঞাত আরো অনেকে।

ভুক্তভোগী মুক্তা আক্তারসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি তার পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ সাধারণ ভাবে জীবন যাপনের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *