অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ
- স্টাফ রিপোর্টার: “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিনে, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন” এই স্লোগানকে সামনে রেখে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পরিসংখ্যান অফিসের উদ্যোগে কাটিয়াস্থ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেব। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিসংখ্যান ব্যুরোর জোনাল অফিসার নূরউদ্দীন। বক্তব্য দেন আইটি সুপারভাইজার মীর শাহরিয়ার অপু, ৮নং ওয়ার্ডের সুপাভাইজার রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সুপারভাইজার আলিউদ্দিন সজিব সহ তথ্য সংগ্রহকারীরা। এসময় প্রধান অতিথি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা জানতে সারাদেশের ন্যায় পৌর এলাকায় ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ করা হবে। পরিসংখ্যান ব্যুরোর এ শুমারিতে ট্যাবের মাধ্যমে পৌর এলাকার ৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ করবেন ৪১জন তথ্য সংগ্রহকারী ও ৮জন সুপারভাইজার কাজ করবেন। এজন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে শুরু হয়েছে এ প্রশিক্ষণ। তিনি আরো বলেন, এবারের অর্থনৈতিক শুমারিতে ৬৫টি প্রশ্ন উঠে আসবে। এবারই প্রথমবারের শুমারিতে দেশে কতজন বিদেশী কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন পদে কর্মরত আছেন এবং নারী-পুরুষ কতজন, সেসব তথ্য তুলে ধরা হবে।