সাতক্ষীরার দেবহাটা উপজেলা যুবলীগ সভাপতি মিন্নুর গ্রেফতার
দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান মিন্নুর (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পারুলিয়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত দীন আলী গাজীর ছেলে।
গ্রেফতারকৃতের স্বজনরা জানায়, মিজানুর রহমান মিন্নুরের বিরুদ্ধে পূর্বের কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না। তবুও নিরাপত্তার স্বার্থে গত ৪ মাস তিনি দিনের বেলা বাড়িতে থেকে ব্যবসা-বানিজ্য পরিচালনা করলেও প্রতিদিন বাইরে রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরোনোর প্রাক্কালে দেবহাটা থানা পুলিশ পরিচয়ে কয়েকজন এসে তাকে তুলে নিয়ে যায়। সেসময় পূর্বের কোন মামলা না থাকা স্বত্তে¡ও তাকে গ্রেফতারের কারণ জানতে চাইলে পুলিশ সদস্যরা ‘ওয়ারেন্ট’ আছে বলে মিন্নুরের পরিবারকে জানায়।
২০১৪ সালের ১৪ জানুয়ারি দেবহাটার নাংলা গ্রামের জামায়াতকর্মী আনারুল ইসলামকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাম্প্রতিক সময়ে দায়েরকৃত মামলায় আসামীসহ ২০১৯ সালের আরও দুটি মামলায় অভিযুক্ত করে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। যদিও ওই জামায়াতকর্মী আনারুল ইসলাম হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামী ছিলেন না বলে দাবি মিজানুর রহমান মিন্নুরের পরিবারের।
দেবহাটা থানার ওসি মো. হযরত আলী বলেন, ২০১৪ সালে আনারুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্নুরকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তিনি ২০১৯ সালের আরও দুটি মামলায় অভিযুক্ত। গ্রেফতার পরবর্তী প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।