শ্যামনগর

শ্যামনগর বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্বোধন

ইসমাইল হোসেন, শ্যামনগর: শ্যামনগর উপজেল মুন্সীগঞ্জ হরিনগর বাজার বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় হরিনগর বাজার বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে বাবলু রহমানের সভাপতিত্বে,নূরী আলমের সঞ্চালনা,বক্তব্য রাখেন হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, মুন্সীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা আবু জাবের মোড়ল ,হরিনগর বাজার মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল, শহীদ আবু সাঈদ পাঞ্জাখানা মসজিদের ইমাম বুলবুল রহমান, কারী আলাউদ্দিন, প্রাক্তন ইউপি সদস্য ফজলু রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বনির্ভর অর্থনৈতিক বেকার জনশক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে অর্থনীতিকে শক্তিশালী করা এবং সুন্দরবনের বিকল্প আয়ের পথ সৃষ্টি করে কৃষি ও শিল্প বিপ্লব ঘটিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা। অসহায় দিনমজুর গরীব মধ্যম আয়ের ব্যাক্তিদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *