পাটকেলঘাটায় ইজারাকৃত জলমহাল পরিদর্শন করলেন এসিল্যান্ড
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়ন এর মাদরা গ্রামের জোলাখালী, খোবরাখালী শ্মশান ঘাট সংলগ্ন ইজারাকৃত জলমহাল সরেজমিন প্রদর্শন করলেন সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন।
বুধবার (৪ডিসেম্বর) বিকালে আকর্ষিক ভাবে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি তালার মাদরা মৌজার ইজারাকৃত জলমহাল পরিদর্শনে আসেন।
এ সময় ইজারাকৃত জলমহালের মালিক সুভাস বিশ্বাস জানান তিনি মাদরা মৌজার জোলাখালী ১৭.৭০ একর ও খোবরাখালী ১২.৩২ একর জলমহাল আগামী ৩ বছরের জন্য সরকারের নিকট থেকে ইজারা নেন। উক্ত জলমহল ইজারাদার শান্তিপূর্নভাবে মৎস্য চাষ করছে কিনা তা দেখতে আকর্ষিক ভাবে সরেজমিনে দেখতে আসেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন ।
এ সময় উপস্থিত ছিলেন খলিষখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাল উদ্দীন নাজির খান নুরুল আমিন মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ সহ স্থানীয় নেতৃবৃন্দ ।