লিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ফিরোজ হোসেন: “দেশ কল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর মানস ও মনন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) সকাল ৯ টায় বিভিন্ন এনজিও সংগঠনের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদ দক্ষিণ শেষ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস।

এসময় এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন অনুদানসহ কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর। এসময় উপস্থিত ছিলেন ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, শিশু সংস্থা নিরবাহু প্রচারক শ্যামল কুমার, ইডা সংস্থা নির্বাহী পরিচালক আক্তার হোসেন,আলোর দিশার নির্বাহী পরিচালক আব্দুল লতিফ, এন জেড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ মনজুর হোসেন, জোড়দিয়া সততা সংস্থার নির্বাহী পরিচালক শেখ হেদায়েতুল ইসলাম, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম,সুশীলনের সুপারভাইজার সোহাগ হোসেন,নবজীবনের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন সহ এনজিও কর্মী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এনজিও সবাই আমরা সরকারের অংশীদার, সকলে একসাথে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *