অনলাইনতালা

তালায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

এম এ মান্নান, তালা: তালায় আগামী ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈনুদ্দীন, জামায়েত ইসলামী তালা উপজেল শাখার আমীর মাওঃ মোঃ মফিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, তালা উপজেলা সমাজ সেবা অফিসার মনোজ কান্তি রায়, একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকার, তালার ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ ওবাইদুল্লাহ, সাতক্ষীরা জেলা স্কাউটের সম্পাদক শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, তালা উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবরসহ সকল সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ, বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আগামী ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকল ধর্মীয় উপসানলয় দোয়া ও মোনাজাত করতে,সকল স্কুল,কলেজ, সরকারী প্রতিষ্ঠান, ইউপি পরিষদ ভবন সহ তালা বাজার ও পাটকেলঘাটা বাজারের গুরত্ব পূর্ণ স্থানে আলোকসজ্জা করা নানান কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করতে সিধান্ত গৃহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *