তালা

তালায় পরিত্রাণের পিআরডিবি প্রকল্পের পরিচিতি সভা

এম এ মান্নান, তালা: বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ’ এর আয়োজনে ও দাতা সংস্থা মিজেরিওর সহযোগিতায় প্রোমোটিং রাইটস্ অফ দলিত ইন বাংলাদেশ (পিআরডিবি) প্রকল্পের পরিচিতি সভা উপজেলা প্রাণীসম্পদ হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত পরিচিতি সভায় পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল।

প্রজেক্ট ম্যানেজার রবিউল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি দাশ, যুব উন্নয়ন অফিসার আশুতোষ বিশ্বাস, আইসিটি অফিসার মোঃ রেজাউল করিম, খলিল নগর প্যানেল চেয়ারম্যান বিকাশ মণ্ডল, তেতুলিয়া প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী, তালা রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক বিএম জুলফিকার রায়হান,তালা প্রেসক্লাবের যুগ্ম -সাধারণ সম্পাদক এম এ মান্নান,বাংলাদেশ দলিত পরিষদের শেখর দাস, ভুমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার,পরিত্রাণ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, মুক্তি ঘোষ, মনজিলা খাতুন প্রমূখ।

সভায় জানানো হয়, জাতীগত বৈষম্য দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও নিরাপত্তা রক্ষা, প্রচারের মাধ্যমে দলিতদের মানবাধিকার এবং মর্যাদা বৃদ্ধিতে তালা উপজেলার ৬টি ইউনিয়নে প্রত্যক্ষ ১ হাজার ৭জন এবং পরোক্ষ ৪ হাজার ৫শ৩২জন ব্যক্তি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *