কৃষিতালা

তালায় বিনামূল্যে গম,ভুট্টা, পেয়াজের বীজ ও সার বিতরণ

এম এ মান্নান, তালা: তালায় ২০২৪-২৫ অর্থ বৎসরের রাজস্ব বাজেটের আওতায় প্রদর্শনী খাতে ২০ জন চাষীদের মাঝে বিনামূল্যে গম,ভুট্রা,পেয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার(১ ই ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা কৃষি অফিসের সামনে প্রদর্শনী খাতে ২০ জন চাষীদের মাঝে সরকারী উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা প্রমুখ।

কৃষি অফিসের তথ্য মতে, ৮জন কৃষকের মাঝে গমের বীজ ১৫ কেজি, ৩ জন কৃষকের মাঝে ভুট্রার বীজ ৩ কেজি,৭ জনের মাঝে পেয়াজের বীজ ১কেজি,ড্যাপ সার-৩০ কেজি, ইউরিয়া-৫০ কেজি,এমওপি- ২০ কেজি,জিপসার ২৫ কেজি,ব্রোন-১কেজি,দস্তা ১ কেজি,মাগনেসিয়াম ১কেজি ও একটি করে সাইনবোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *