সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা
মেহেদী হাসান শিমুল: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সমিতির কার্যালয়ের ২য় তলায় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভায় সাংগঠনিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি আব্দুল হান্নান,গোলাম নবী, জিএম রুহুল আমিন. আব্দুর রহমান, সুনীল কুমার মন্ডল,বিমল কৃষ্ণ সরকার, বসু ঘোষ ,আবু সাঈদ, এছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান,তারক চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম,সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম,আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল, মেহেদী হাসান, প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।