সাতক্ষীরায় ৯২ টি হারানো মোবাইল ও ৭১ হাজার টাকা ফেরত দিল পুলিশ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন এবং ভুলবশত: অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ৭১ হাজার ৫শ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।
রবিবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে পুলিশ লাইন্সে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগী জনসাধারণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোবাইল হারিয়ে গেলে জিডি কিংবা চুরি হয়ে গেলে মামলা করতে হবে এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজীব খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।