অনলাইনখুলনাজাতীয়যশোরলিডসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৫৮ জন

গাজী হাবিব: সাতক্ষীরাতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৮ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে পুরুষ সদস্য ৫৫ জন এবং নারী সদস্য তিনজন রয়েছেন। আরও ছয় প্রার্থী অপেক্ষমান রয়েছেন। কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই এ ৫৮ জন পুলিশে চাকরি পেলেন।

রবিবার (২৪ নভেম্বর) দিনগত রাত দুইটার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

জানা যায়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়েছেন। তারা বিশ্বাসই করতে পারছেন না টাকা ছাড়াই তারা পুলিশে চাকরি পেয়েছেন। নির্বাচিত হয়ে অনেকের কান্না উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। প্রাথমিকভাবে নির্বাচিত সবাইকে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

পুলিশে চাকরি পাওয়া একজন মেয়ে জানান, আমার বাবা একজন ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক। আমি মাত্র ১২০ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিলাম। কখনো ভাবিনি এই ১২০ টাকা দিয়েই আমার চাকরি হয়ে যাবে।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায় এসেছেন। পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের এ নিয়োগ অন্যতম একটি ধাপ। আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে কাজ করতে হবে। তাহলে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

তিনি আরো বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবির বিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা কালে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই- আলম সিদ্দিকী এবং সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ, প্রার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *