একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ক স্কুল সচেতনাতামূলক সভা
স্টাফ রিপোর্টার: সুন্দরবন ফাউন্ডেশন এর আয়োজনে, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সহযোগিতায় শহরের ঐতিহ্যবাহী পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনাতামূলক প্রচারণায় সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম (শামীম)এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রতিবেশ সংকট এলাকা-ইসিএ জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।
বেলা নেটওয়ার্ক সদস্য অর্জন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জরী ভিডিও ডকুমেন্ট মাধ্যমে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ক্ষতিকর দিক তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন বেলা নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন ও রুবেল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলা-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।