কালিগঞ্জে প্রবাসীর বাড়ি চেতনা নাশক স্প্রে করে সর্বোচ্চ লুট
মাসুদ পারভেজ কালিগঞ্জ: কালিগঞ্জে ঘরে চেতনানাশক স্প্রে করে একই পরিবারের দুই সদস্যকে অজ্ঞান করে দুবাই প্রবাসীর বাড়ি থেকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রুবার (২২ নভেম্বর) রাতে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঐ পরিবারের ২ জনকে নারায়নপুর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি ব্যক্তিরা হলেন, উপজেলার কলিযোগা গ্রামের মৃত্যু নুরুল গাজীর স্ত্রী দুবাই প্রবাসী সেলিনা বেগম (৪০) ও একই গ্রামের ফরিদ আহমেদের মেয়ে রুবিনা পারভিন (১৫)।
সেলিনা বেগমের বড় ছেলে নাঈমুর রহমান জানান, আমি ও আমার ছোট ভাই রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করি, ছুটিতে বাড়ি এসে শুক্রবার বিকালে শ্বশুরবাড়িতে বেড়াতে যাই ফোনের মাধ্যমে জানতে পারি আমার মা ও আমার চাচাতো বোনকে চেতনা নাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে বাড়িতে থাকা নগদ ৫০ হাজার টাকা ৬ পিস রুলি, ৪ জোড়া কানের দুল, ৪ পিছ চেন, নাকফুল ও আংটিসহ ১১ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরো বলেন, বাড়ি এসে জানতে পারি আমার মা ও আমার চাচি প্রতিদিন ভোরে হাঁটতে বের হয়, প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হতে দেরি হচ্ছে দেখে আমার চাচি শাহিদা বেগম আমার মাকে ডাকতে এসে দেখে বাড়ির গেট খোলা, ডাকাডাকি করে আমার মাকে পাওয়া যাচ্ছে না এক পর্যায়ে ঘরে ঢুকে দেখে আমার মা ও চাচাতো বোন আছেতন অবস্থায় পড়ে আছে তাৎক্ষণিক তার ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে এসে আমার মাকে উদ্ধার করে নারায়ণপুর হসপিটালে ভর্তি করে।
এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।