কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী বিশ্বাসের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর দুটোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, উপপরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশ গার্ড অব অনার দেওয়ার পর পূর্ব নলতা বায়তুল মামুর জামে মসজিদে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ পুলিশের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী বিশ্বাস গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মারা যান। (ইন্না………..রাজিউন)। মৃতুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।