কালিগঞ্জে ইউসিসিএ লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি লুৎফর, সহ-সভাপতি রমেশ
কালিগঞ্জ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বি.আর.ডি.বি) আওতাধীন সমবায় এ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
চেয়ার প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে শেখ লুৎফর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফ হোসেন আনারস প্রতীকে ২৮ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে রমেশ চন্দ্র বিশ্বাস তালা চাবি প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মাছ পতিকে ৩৪ ভোট পেয়েছেন। ৬ টি ব্লকে সদস্য পদের মধ্যে ৫ টি ব্লকের সদস্যরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। একমাত্র ৪ নং গড়ুইমহল কেএসএস লিমিটেডের সাইফুল ইসলাম ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্ব গোবিন্দ কাটি কেএসএস লিমিটেডের শশাঙ্ক কুমার সরকার ৩ ভোট পেয়েছেন। বাকি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সদস্যরা হলেন ১ নং ব্লক পূর্ব কালিকাপুর কে এস এস লিমিটেডের জি,এম হায়াত মাহমুদ, ২ নং ব্লক দুধলি কে এস এস লিমিটেডের গাজী ইলিয়াস সাহা, ৩ নং ব্লক পূর্ব সোনাতলা কে এস এস লিমিটেডের সাইফুল ইসলাম, ৫ নং ব্লক বাতুয়াডাঙ্গা কেএসএস লিমিটেডের ইবাদুল্লাহ এবং ৬ নং ব্লক ভাড়া সিমলা কে এস এস লিমিটেডের ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ৯০ জন ভোটারের মধ্যে ৮৭ জন ভোটার ভোটে অংশগ্রহণ করেন এর মধ্যে ১ টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনার হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে জেলা সমবায় অফিসের প্রশিক্ষক আশরাফ হোসেন এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ দায়িত্ব পালন করেন।