অনলাইনসদরসাতক্ষীরা জেলা

ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে: সভাপতি রশিদ, সম্পাদক বাদশা ফয়সাল

মেহেদী হাসান শিমুল: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৬ নভেম্বর) সকাল ০৮ থেকে দুপুর ৪টা পর্যন্ত উপজেলার ব্রহ্মরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ওইদিন রাত ৭ দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার মাওঃ আব্দুস সবুর । এবিষয়ে তিনি জানান, দীর্ঘ ৩ বছর পর ব্রহ্মরাজপুর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে ১৫টি পদের বিপরীতে অংশগ্রহণ করেন ২৭জন ব্যক্তি। তবে কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ৬৩১জন ভোটারের ভিতরে ভোট প্রদান করেন ৬১৩জন ব্যক্তি। নির্বাচনে হরিণ প্রতীকে সভাপতি পদে ৩৬১ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুর রশিদ সরদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা বাবু ছাতা প্রতীকে ভোট পেয়েছেন ১৯৮টি।

সহ – সভাপতি ছলেমান সরদার চেয়ার প্রতিকে ৩৯৪ ভোট ও মনিরুল ইসলাম আনারস প্রতীক ২৪৮ ভোট পেয়ে দুই জন দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন।সাধারণ সম্পাদক পদে শেখ বাদশা তালা প্রতীকে ২৬৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হোসেন মোরগ প্রতীকে ২২৯ টি, ও মুকুল হোসেন ফুটবল প্রতীকে ৭৭টি ভোট পেয়েছেন। যুগ্ন-সম্পাদক পদে এস এম কাজল ডাব প্রতিকের ৩৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান মই প্রতিকে ভোট পেয়েছেন ১৯৮টি।

সাংগঠনিক সম্পাদক পদে আমিরুল ইসলাম খোকন মাছ প্রতিকে ৩১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবিরুল ইসলাম কলস প্রতীকে ভোট পেয়েছেন ২৪১ভোট।

প্রচার সম্পাদক পদে আম প্রতিকে ৩৪৯ পেয়ে মামুন হোসেন জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদ্দাম হোসেন মাইক প্রতিকে ভোট পেয়েছেন২০৫টি। স্বাস্থ্য সম্পাদক পদে আব্দুল কুদ্দুস হাতি প্রতীকে ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সবুজ গাজী ঘোড়া প্রতিকে ভোট পেয়েছেন ২৫০ টি। তবে কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে ৫ জন সদস্য যথাক্রমে মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান বাবু, মোহাম্মদ বাবর আলী, রবিউল ইসলাম ও আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাকির হোসেন আফিল, সহকারী নির্বাচন কমিশনার শামীম সানা ও মোস্তাক আহমেদ। নির্বাচন পরিদর্শনে আসেন ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম ও ওসি অপারেশন সুশান্ত ঘোষ। এছাড়াও ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনার জন্য আহ্বায়ক কমিটির আহ্বায়ক আইনুল ইসলাম নান্টা, সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ হোসেন বাবু, মোঃ খুরশিদ আলম, মোঃ আব্দুল হাকিম, মোঃ আবু হাসান, সুবীর সাহা, আনারুল ইসলাম, নিখিল আঢ্য প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *