সাতক্ষীরায় বাইপাস ফুড ভিলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার: কাঁকড়া ফ্রাই সহ বাহারি নানা ধরনের খাবার নিয়ে যাত্রা শুরু করেছে সাতক্ষীরার ‘বাইপাস ফুড ভিলেজ’ রেস্তোঁরা।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহরের বাইপাস সড়কে এই রেস্তোঁরার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্তোঁরাটির উদ্বোধন করেন সাতক্ষীরা ল’ কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান।
এসময় আরও উপস্থিত ছিলেন ল’ কলেজের অধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম, মোঃ ইফতেখার জালাল, এ্যাড. নাজমুল, এ্যাড. লাকি ইয়াসমিন, এ্যাড. মো: মুনিরুদ্দিন, শাহীনুর রহমান, মো: কবির হোসেন, ফিরোজ হোসেন, মো: আব্দুল মান্নান, শচীন্দ্রনাথ পাইক, নার্গিস পারভিন চম্পা, মারিয়া সুলতানা মিষ্টি, নূর ইসলাম, ইমরান খান প্রমুখ।
উল্লেখ্য, বাইপাস ফুড ভিলেজে কাকড়া ফ্রাই, গরুর মাংস, খাসির মাংস, বিরিয়ানি, হাসের মাংস, চটপটি ফুচকা সহ নানা পদের ব্যবস্থা রয়েছে। এছাড়া শীতকাল চলে আসায় বিভিন্ন ধরনের পিঠাও পাওয়া যাবে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে রেস্তোঁরাটির যাত্রা শুরু হলো।