মা কোচিং সেন্টারের আয়োজনে লাবসায় প্রীতি ফুটবল ম্যাচ
স্টাফ রিপোর্টার: মা কোচিং সেন্টারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাতক্ষীরা সদরের লাবসা ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় আরিফিনের লাল দল টাইব্রেকারে আরাফাতের সবুজ দলকে পরাজিত করে।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মা কোচিং সেন্টারের পরিচালক নাহিদ। সহকারী রিফারীর দায়িত্ব পালন করেন হৃদয় ও ইমন।
ধারাভাষ্যকার ছিলেন মোতাহার হোসেন ও হিজবুল্লাহ। খেলা শেষে বিজয়ী ও পারজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।