সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সহ-সভাপতি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, সদস্য ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, ডা. মোখলেসুর রহমান, পুলিশ হাসপাতালের ডা. আবু হোসাইন, ডায়াবেটিস এসোসিয়েশনের কোষাধক্ষ্য আলহাজ্ব মো. দ্বীন আলী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, এড. আব্দুল বারী, অধ্যাপক আখতারুজ্জামান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. খালিদ সাইফুল্লাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সাকিব, সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
আলোচনা সভার পূর্বে সাতক্ষীরা সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে র্যালিটি শেষ হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। সেই সাথে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়।
এ সময় ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ডায়াবেটিস হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।