ঢাকাস্থ সাতক্ষীরা সদর সমিতি গঠন: সভাপতি আফসার আলী, সম্পাদক আজিম
সোহরাব সবুজ: ঢাকাস্থ সাতক্ষীরা সদর উপজেলাবাসীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং ঢাকায় আগতদের বিভিন্ন সমস্যার সমাধান ও সহযোগিতার বিষয়ে গুরুত্ব দিয়ে ঢাকায় সাতক্ষীরা সদর উপজেলা সমিতির কমিটি গঠিত হয়েছে।
সাতক্ষীরার শিক্ষানুরাগী, জন-নন্দিত ও সমাজসেবক ব্যক্তিত্ব মো: আফসার আলীকে সভাপতি এবং এসকে আবদুল আজিমকে সাধারন সম্পাদক করে গতকাল সন্ধ্যায় ধানমন্ডির পানসি চাইনিজ রেস্টুরেন্টে সাতক্ষীরা সদর উপজেলার ঢাকাস্থ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকাস্থ সদর উপজেলাবাসীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং ঢাকায় আগতদের বিভিন্ন সমস্যার সমাধান ও সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন বিষয়ের আলোচনা শেষে দীর্ঘদিন পূর্বে গঠিত কথিত অকার্যকর আহবায়ক কমিটির ইসি কমিটির অন্যতম সদস্য এস কে আবদুল আজিম ও এ্যাড আলিপ হোসেনের প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত ৮ জন সন্মানিত ইসি সদস্যের সমার্থনে কথিত পূর্বের আহবায়ক কমিটি বাতিল করত: আলোকিত মানুষ মো: আফসার আলীকে সভাপতি, জনাব এ্যাড আলিপ হোসেনকে সিনিয়র সহসভাপতি, এস কে আবদুল আজিমকে সাধারন সম্পাদক, সাজ্জাদ হোসেন সাজুকে অর্থ সম্পাদক, শাহিনুর ইসলাম সেনটু কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ইসি কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম খান, আব্দুর রশিদ, মো: আফতাবুজজামান, আশরাফুজজামান কৌরেশী, আশুরা পারভিন দীবা, সাইফুল হাসান লিউ, আশরাফুল বারী শাহাজাদা , আসাদুজজামান আসাদ, সেখ মামুনুর রশিদ , জনাব লাভলী আফরোজা, সেখ নাজমুল হক মুননা, আহমমদ হোসেন, জনাব এস এসএম ফাইয়াজ হাসান, সাদ্দাম সাকিব রেজা প্রমুখ ।
নব নির্বাচিত সভাপতি জনাব মো: আফসার আলী তাকে সভাপতি নির্বাচিত করায় তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ঢাকাস্থ সাতক্ষীরা সদর উপজেলা বাসীদের কল্যানে করনীয় সম্পর্কে সকলের পরামর্শ কামনা করেন। নির্বাচিত ইসি কমিটির পরবর্তী এবং প্রথম সভা আগামী ১৪ই ডিসেম্বর /২৪ তারিখ বিকাল ৪ ঘটিকার সময় ফার্মগেটস্থ প্রানিসম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত হবে। সভাশেষে সদস্যসহ উপস্থিত সকলেই নৈশভোজে অংশ গ্রহন করেন।