কালিগঞ্জে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে জামায়াতে ইসলামী পূজা মন্ডপ পরিদর্শন
এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ: কালিগঞ্জে সকল ধর্মের সাথে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামের নেত্বৃবৃন্দ।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টায় ধলবাড়িয়া ইউনিয়নের সমসকাটি হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন এবং পূজা উদযাপনকারীদের সাথে মতবিনিময় করেন।
মত বিনিময়কালে জামায়াতে ইসলামি কালিগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী ও জামায়াত নেতা আহম্মদ শাহ মাসুদ উপস্হিত ছিলেন।
এ সময় উপজেলা জামায়েতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান বলেন, ৫ আগষ্টের পর আমরা দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টা করেছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে কোন ধর্মীয় বৈসম্য থাকবেনা,সকল মানুষ তার অধিকার ফিরে পাবে।মসজিদে যেমন পাহারা লাগেনা ঠিক তেমনি মন্দিরের কোন পাহারা লাগবেনা।এমন একটি রাষ্ট্র গঠনের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।