সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা আহছানিয়া মিশনের ৬ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতক্ষীরা আহছানিয়া মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন ৬ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৬ নভেম্বর সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ স্বাক্ষরিত ০৫.৪৪.৮৭০০.০১০.৬০.০০৬.২৪.২৫১ নাম্বার স্মারকে এ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

আহবায়ক কমিটিতে যারা রয়েছেন তারা হলেন, আহবায়ক সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সদস্য সচিব জেলা সমাজ সেবা অফিসার সন্তোষ কুমার নাথ। এছাড়া সদস্য হিসেবে যারা রয়েছেন তারা হলেন, পুলশ সুপারের একজন প্রতিনিধি, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী রিংকন বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদি হাসান ও জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের।

এদিকে,পতিত সরকারের আমলে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষনা করায় সাতক্ষীরার জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরার সুশীল সমাজ ও সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *