সাতক্ষীরায় যক্ষ্মা পরিষেবায় কমিউনিটি হেলথ ওয়ার্কারদের সাথে ওয়ার্কশপ
পূর্ণ মর্যাদার সাথে যক্ষ্মা রোগীদের পরিষেবা গুলি সমান ভাবে পাওয়ার জন্য যক্ষ্মা পরিষেবা প্রদানকারী এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের সাথে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে সাতক্ষীরা সদর উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্যকর্মীগণ, স্বাস্থ্য সহকারীগণ এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফরহাদ জামিল।
প্রশিক্ষণের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রকল্প পরিচালক আছাদুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মধ্য দিয়ে যক্ষ্মারোগ কি, যক্ষ্মারোগ প্রতিরোধ ব্যবস্থা ও যক্ষ্মারোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহকারী সার্জন ডাঃ রাহুল দেব রায়।
যক্ষ্মা রোগীদের অধিকার, যক্ষ্মারোগীদের সামাজিক কলঙ্ক এবং জেন্ডার সমতা বিষয়ে উপস্থাপন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ। প্রশিক্ষণে আরও আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল টেকনোলজিস্ট শেখ মহিবুর রহমান।
প্রধান অতিথি ডাক্তার মোঃ ফরহাদ জামিল বলেন, সকল যক্ষ্মারোগীদের রয়েছে সমান অধিকার এবং যক্ষ্মারোগীর চিকিৎসার ক্ষেত্রে কোন ধরনের বৈষম্যকরা যাবে না এবং তাদের পূর্ণ মর্যাদার সাথে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের যক্ষ্মা রোগের ঔষধ সেবন সম্পর্কে কাউন্সেলিং প্রদান করতে হবে এবং যথাযথ ভাবে তারা যে ঔষধ খায় সেটা ফলোআপ রাখতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম ইস্যুছিল জেন্ডার সমতা। জেন্ডার সমতা নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর এডভোকেসী অফিসার দীপা রানী মন্ডল।