কালিগঞ্জ

নলতায় ধরম মায়ের সাথে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় জনতার হাতে আটক যুবক

কালিগঞ্জ প্রতিনিধি: ধর্ম মা পাতিয়ে এক ব্যবসায়ীর স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় জনতার হাতে আটক হয়েছে কালিগঞ্জ উপজেলার নলতা উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস সহকারী লম্পট আব্দুল হাকিম।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় কালিগঞ্জ উপজেলার বাগ নলতা গ্রামে।

বাগ নলতা গ্রামের মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম, নুর ইসলাম সহ একাধিক ব্যক্তি জানান ঘোনা কাশিমপুর গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের পুত্র ২ সন্তানের জনক ও নলতা উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস সহকারী লম্পট আব্দুল হাকিম বাগ নলতা গ্রামের জনৈক ব্যবসায়ী আব্দুর রাশেদের স্ত্রী ৩ সন্তানের জননীকে ধর্ম মা পাতিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এই পরকীয়া সম্পর্ক নিয়ে তারা গোপনে দীর্ঘদিন যাবত স্বামীর অনুপস্থিতিতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।

গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে লম্পট আব্দুল হাকিম তার ধর্ম মা পরকীয়া প্রেমিকার সঙ্গে অসামাজিক কার্যকালকত অবস্থায় এলাকাবাসী হাতে-নাতে আটক করে তার স্বামীর কাছে সোপর্দ করে।

লম্পট আব্দুল হাকিমের বিরুদ্ধে এর আগে ও একাধিক নারী কেলেঙ্কারির ঘটনায় তার স্ত্রী একাধিকবার তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায় বলে এলাকাবাসী জানান।

এদিকে ব্যবসায়ী আব্দুর রাশেদ বিষয়টি তার শ্বশুর বাড়িতে খবর দিলে শ্যালকরা এসে ওই ধরম মাকে নিয়ে যায়। অফিস সহকারি আব্দুল হাকিম দীর্ঘদিন যাবত নলতা উপস্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন ঔষধ চুরি করাসহ বহু নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জনের নিকট বিষয় টি তদন্ত পূর্বক চাকরি চুত্য করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *