তালায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন
এম এ মান্নান, তালা: তালায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় তালা উপজেলা চত্বরে তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলাটির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কৃষি মেলায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরোজা আক্তার রুমার সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মাছুম বিল্লাহ, বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকার,মৎস্য অফিসার তারেক ইমাম, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম প্রমূখ। মেলায় তালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৬ টি প্রদর্শনী স্টল দেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন কন্দাল ফসলের চাষের প্রদর্শনী,কৃষি যন্ত্রপাতি,ফসলের ক্ষতিকার পোকা দমনের কীটনাশকসহ নানান কীটনাশক প্রদর্শনী, ভাসমান শাকসবজি চাষের প্রদর্শনীর স্টল দেওয়া হয়েছে।
এসময় বক্তারা মেলার সফলতা কামনা করে বলেন,পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য কন্দাল ফসল চাষ করতে হবে।জমিতে চাষের পাশাপাশি বাড়ির আঙ্গিনার আশেপাশে খালি জায়গা ফেলে না রেখে বিভিন্ন ধরণের শাকসবজি চাষের আহ্বান জানান।