কলারোয়া

কলারোয়ায় মাজলিসুল মুফাসসিরীন এর আলোচনা সভা ও কমিটি গঠন

এস এম ফারুক হোসেন, কলারোয়া: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে আদর্শ দাঈ গঠনে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ২০২৪-২০২৫ সেশনের জন্য কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বাদ আসর আল-আমীন ট্রাস্টে মাওলানা আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে এ আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামরুজ্জামান,

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহমদ আলী।

আরো বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন হুজাইফী, বিদগ্ধ আলোচক মাওলানা ইমাম হাসান নাসেরী, পরিষদের উপদেষ্টা অধ্যাপক রেজাউল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু প্রমুখ।

আলোচনা শেষে ২০২৪-২৫ সেশনের জন্য উপজেলা শাখার সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হন মাওলানা আসাদুজ্জামান ফারুকী এবং সেক্রেটারি নির্বাচিত হন মাওলানা আজহার মাহমুদ আনোয়ারী।

অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী ও মাওলানা খাদেমুল ইসলাম তারাকী, সহঃ সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাম হোসেন, অর্থ সম্পাদক ক্বারী জাহাঙ্গীর হোসাইন সিদ্দিকী, অফিস সম্পাদক মাওলানা মকবুল হোসাইন আযোমী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত যুক্তিবাদী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল গফুর আজাদী, প্রচার সম্পাদক এম এ মামুন হোসাইন আজাদী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবিদ হাসান ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাফিজুর রহমান আজাদী।

বাকি সদস্যরা হলেন- মাওলানা গাজী সুলতান ইবনে মুনির, মাওলানা শামীম হোসাইন সাবেতী, মাওলানা ফিরোজ আহমাদ আজাদী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা ওবায়দুর রহমান চন্দনপুরী, মাওলানা হাফেজ মফিজুল ইসলাম, মাওলানা ছবেদ আলী, হাফেজ জাকারিয়া ফারাবী, মাওলানা আব্দুল গফুর সিদ্দিকী, শেখ জাহিদুর রহমান, হাফেজ হযরত মাওলানা হযরত আলী (অন্ধ হুজুর), মাওলানা হামিদুর রহমান আজাদী, হাফেজ মাওলানা আজহারুল ইসলাম আজাদী, মাওলানা রুহুল কুদ্দুস জিহাদি, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও ইব্রাহীম খলিল মুজাহিদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *