সাতক্ষীরা সদর উপজেলায় নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার: নবাগত সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. শাহিনুল ইসলাম। রবিবার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে নতুন কর্মস্থলে তিনি যোগদান করেছেন। এর পূর্বে তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। মো. শাহিনুল ইসলাম ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে প্রথম চাকুরীতে যোগদান করেন।
নবাগত সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম বলেন, “আমি সাতক্ষীরা সদর উপজেলায় নতুন এসেছি। এই উপজেলার মানুষের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। সাতক্ষীরা সদর উপজেলার সার্বিক উন্নয়নে আমি প্রশাসনিক কর্মকর্তা, আমার অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ সকলের দোয়া-আশির্বাদ এবং সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, গত ২৪/১০/২০২৪ তারিখে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হককে যশোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে বদলী করা হয়েছে। তার কর্মস্থলে নবাগত সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে মো. শাহিনুল ইসলাম যোগদান করেছেন।