তালাপাটকেলঘাটা

পাটকেলঘাটায় একটি অভিন্ন প্রেসক্লাব গড়তে আহবায়ক কমিটি গঠন

এম এ মান্নান: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাটকেলঘাটা প্রেস ক্লাবের এক অভিন্ন কমিটি গঠনের লক্ষে ডাক বাংলায় পেশাজীবি সাংবাদিকদের মত বিনিময়ে এক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

শেখ শওকত হোসেনকে আহবায়ক করে শেখ জাকির হোসেন, শেখ মমিন উদ্দীন,মোঃ মফিদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলামকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বিকাল ৫ টায় পাটকেলঘাটা ডাকবাংলো ৩২ জন সাংবাদিকের উপস্হিতিতে এ আহবায়ক কমিটি গঠন হয়।

এ সময় সাংবাদিক হিসেবে বক্তব্য রাখেন, মেহেদী হাসান,শরিফুল ইসলাম, এম এম হাইদার আলী,শেখ আল আমিন,মোশরেফউজ্জামান ইমন,মোঃ ইলিয়াস হোসেন, কিশোর কুমার হালদার,সানজিদুল হক ইমন,কামরুজ্জামান মোড়ল,সাতক্ষীরা প্রেস ক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, নাজমুল হোসাইন মাহি ও আব্দুস সামাদ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানে দলমত নির্বিশেষে পাটকেলঘাটায় সাংবাদিকদের আর কোন সাংগঠন থাকবে না মর্মে একত্ততা ঘোষণা সহ পরিমার্জিত ক্লাব গঠনে সার্বিক পদক্ষেপ গ্রহন করা হবে।

আলোচনা সভায় প্রথম অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতি ক্রমে ৫ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সাংবাদিক জামাল উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *