কেশবপুর শিক্ষক দম্পত্তির বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট
কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে শিক্ষক সম্পত্তির বাড়িতে সন্ত্রাসী হামলা-ভাংচুর, লুটপাট ও সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ শিক্ষক সেনা ক্যাম্প ও থানা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নওশের মোল্লার ছেলে স্কুল শিক্ষক হাফিজুর রহমান তার পৈত্রিক ভিটায় বসবাস করে আসছেন।
গত ৫ নভেম্বর ২০২৪ ভোরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী মৃত জহির উদ্দিন সরদারের ছেলে লিয়াকত আলি, আব্দুর রহমান সরদারের ছেলে শাহিনুর রহমান, জাবক্স সরদারের ছেলে আব্দুল বারিক, মাসুদুর রহমানের ছেলে ইউনুস আলী, আব্দুর রাজ্জাকের ছেলে মহব্বত আলী ও মুস্তাহিন হোসেন, ইসহাক আলীর ছেলে, খলিলুর রহমান ও মাহবুবুর রহমান ও জিয়াউর রহমানের স্ত্রী লাকি বেগমসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে শিক্ষক হাফিজুর রহমানের বাড়িতে স্বশস্ত্র হামলা চালায়।
এসময় হামলাকারীরা ঐ শিক্ষকের বাড়ির সীমানা প্রচীর গুড়িয়ে দিয়ে বাড়িতে থাকা দামী বিভিন্ন জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। এসময় হামলাকারীরা ঐ শিক্ষক দম্পত্তিকে বেধড়ক মারপিট করে আহত করে।
এ ব্যাপারে অভিযুক্ত লেয়াকত আলী বলেন, আমাদের যাতায়াতের জন্য রাস্তার খুব প্রয়োজন তাই সীমানা প্রচীর ভাঙচুর করে রাস্তা করে নিয়েছি।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।