সদরসাতক্ষীরা জেলা

ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ: ১৫ জনের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মেহেদী হাসান শিমুল:  বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্য বাহী  ব্রহ্মরাজপুর বাজার কমিটির ত্রি বার্ষিক নির্বাচনের প্রার্থীদের মধ্যে ৫ নভেম্বর মঙ্গলবার প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের বিপরীতে মোট ২৭ জন মনোনয়ন পত্র ক্রয় করেন।

এরমধ্যে সভাপতি পদে মোঃ আ: রশিদ ও গোলাম মোস্তফা বাবু, সহ-সভাপতি পদে মোঃ ইব্রাহিম সরদার, মনিরুল ইসলাম, ছলেমান সরদার ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন, মুকুল সরদার ও শেখ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম কাজল ও শেখ লুৎফর রহমান, কোষাধাক্ষ পদে মোঃ শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক পদে আবুল হোসেন বাবলু ও মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কবিরুল ইসলাম ও মো: আমিরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক পদে মোঃ সাদ্দাম হোসেন ও মো: মামুন হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে- আবদুল কুদ্দুস ও সবুজ গাজী, সদস্য পদে- মো: রবিউল ইসলাম, ফারুক হোসেন,বাবু  মিজানুর রহমান বাবু, মো: বাবর আলী, মো: রবিউল ইসলাম ও আব্দুস সালাম মনোনয়ন পত্র ক্রয় করেন। এরমধ্যে কোষাধ্যক্ষ পদে আমিনুল ইসলাম খোকন ও দপ্তর সম্পাদক পদে মাহবুবুর রহমান মনোনয়ন পত্র জমা না দেওয়ায় তারা ২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

এছাড়া সদস্য পদে ফারুক হোসেন বাবু মনোনয়ন পত্র প্রত্যাহার করায় মো: রবিউল ইসলাম, মিজানুর রহমান বাবু, মোহাম্মদ বাবর আলী, রবিউল ইসলাম ও  আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

এদিকে সভাপতি পদে মোঃ আ: রশিদ- হরিণ, ও গোলাম মোস্তফা বাবু -ছাতা,সহ সভাপতি পদে ইব্রাহিম হোসেন সিলিং ফ্যান, মনিরুল ইসলাম আনারস, সালমান সরদার চেয়ার, আলমগীর হোসেন দেয়াল ঘড়ি, সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন মোরগ, মুকুল সরদার ফুটবল, শেখ বাদশা তালা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম কাজল ডাব, শেখ লুৎফা রহমান মই, সাংগঠনিক সম্পাদক পদে কবিরুল ইসলাম কলম, আমিরুল ইসলাম খোকন মাছ, প্রচার সম্পাদক পদে সাদ্দাম হোসেন মাইক,  মামুন হোসেন আম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস হাতি, মোঃ সবুজ গাজী ঘোড়া প্রতিক পেয়ে এবার নির্বাচনে লড়াই করছেন বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *