অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের প্রথম পর্বের সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস, কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন কোর্সের জানুয়ারি-ডিসেম্বর ২০২৪ সেশনের প্রথম পর্বের সমাপনি পরীক্ষা শুরু হয়েছে।
আজ (৫ই নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিব ফেরদাউস আরেফিন জানান, সকাল থেকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তদারকি করছে। জানুয়ারি-ডিসেম্বর ২০২৪ সেশনের সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৫৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৯১ জন অনুপস্থিত আছে।
সাতক্ষীরা ক্রিয়েটিভ ইন্সটিটিউটের পরিচালক ফিরোজ আহম্মেদ জানান, ১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস, কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন কোর্সের পরীক্ষা চলছে আমার সকল শিক্ষার্থী পরীক্ষা যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করছে।