কালিগঞ্জশ্যামনগরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা- শ্যামনগর মহাসড়কের জনদুর্ভোগ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা- শ্যামনগর মহাসড়কের জনদুর্ভোগ ও সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা শেখ হাসিনা সরকারের উন্নয়নের রোল মডেল এখন মহাসড়কের খানাখন্দের মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের মহাসড়কে চলতে গেলে খানা খন্দে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় কেউ না কেউ মারা যাচ্ছে। মুমূর্ষ রোগী হাসপাতালে নেওয়ার আগেই রোল মডেলের গর্তে পড়ে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। অথচ দীর্ঘ ১৬ বছর বিগত আওয়ামীলীগ সরকারের দুঃশাসনে এই খানাখন্দকে পুঁজি করে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা সংস্কারের নামে বছরে জনগণের কোটি কোটি টাকা লোপাট করলেও জন দুর্ভোগ লাঘবের কোন উন্নয়ন হয়নি।

অনুষ্ঠানের সভাপতি ও প্রধান বক্তা কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়তের সেক্রেটারি, সহকারী অধ্যাপক আব্দুর রউফ বলেন, সাতক্ষীরার সাদা সোনা খ্যাত বাগদা, গলদা, সাদা, মাছ বিক্রি, বিদেশে রপ্তানি করে বছরে সরকার কোটি কোটি টাকা আয় করলেও এ পর্যন্ত সাতক্ষীরার মানুষের জনদুর্ভোগ লাঘবে কোন উন্নয়ন মূলক কাজ হয়নি।

আমরা জানতে পেরেছি সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর মহাসড়ক নাকি টেন্ডার হয়েছে। যদি টেন্ডার হয়ে থাকে তাহলে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করবো জনদুর্ভোগ থেকে মানুষকে বাঁচাতে অতি দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য। বিষয়টি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর হস্তক্ষেপ কামনা করার জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জামায়াতে ইসলামী কালিগঞ্জ শাখার উদ্যোগে সোমবার (৪ নভেম্বর) বেলা ১১ টার সময় সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর মহাসড়কের কালিগঞ্জ ফুলতলা নামক স্থানে সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর মহাসড়কের জনদুর্ভোগ লাঘবে সংস্কার দাবিতে শতশত নানান শ্রেণী, পেশা মানুষের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আব্দুর রউফ সহ বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন ।

  1. উক্ত অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও প্রত্যয় গ্রুপের পরিচালক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবিরের নেতা মনিরুজ্জামান মনি, উপজেলা যুব কমিটি সাবেক সভাপতি আনারুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির নেতা রবিউল ইসলাম, জামায়াতের নেতা মাস্টার সালাউদ্দিন, ছাত্রনেতা আমির হামজা ও উপজেলা জামায়তের সূরা সদস্য আকবর আলী, অধ্যক্ষ আব্দুল মোমেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *