কালিগঞ্জশিক্ষাঙ্গন

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃত্তি প্রদান ও প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৪ এ সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা ও রোকেয়া মনসুর বৃত্তি ফান্ড থেকে বৃত্তি প্রদান করা হয়।
কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায় (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য শেখ নাজমুল ইসলাম।

ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সাফিয়া সেওঁতি স্মিতা, তার পিতা সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।

এর আগে কলেজের প্রতিষ্ঠাতা রোকেয়া মনসুর এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।

আলোচনা সভা, সংবর্ধনা, বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, নিয়াজ কওছার তুহিন, ইন্দ্রজিৎ মন্ডল, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, সুকুমার ঘোষ, নাজিমুদ্দীন আহমেদ, নাসিম সুলতানা, তৌহিদুর রহমান, জাহাঙ্গীর আলম, দেবব্রত কুমার মিস্ত্রী, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, আওছাফুর রহমান, বিলকিস আক্তার, অলিউর রহমান, সোমা বিশ্বাস, সাইয়েদাতুন্নেছা মুক্তা, রতন কুমার ঘোষ, শম্পা রানী মৃধা, আমিনুর রহমান, শাহীনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ, নবতোরণ গায়েন, গ্রন্থাগারিক সাইফুজ্জামানসহ সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *