কালিগঞ্জে সুনাগরিক এর নতুন কমিটি গঠন
কালিগঞ্জ ব্যুরো: বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে মানুষের কল্যাণ সুনিশ্চিত করার লক্ষে কালিগঞ্জে সুনাগরিক এর কমিটি গঠন হয়েছে।
গত ১নভেম্বর২০২৪ শুক্রবার কমিটি গঠন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, তার উপস্থিতিতে সকল সদস্যের সম্মতিক্রমে কমিটির নাম পর্যায়ক্রমে ঘোষণা করে অনুমোদিত হয়। সভাপতি শেখ নাজমুল হোসেন, সহ-সভাপতি শেখ কামরুল ইসলাম, সহ-সভাপতি মীর রাশেদুল ইসলাম সোহাগ, সেক্রেটারি মোঃ হাসানুর রহমান,জয়েন সেক্রেটারি শেখ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন বাবু, সহসাংগঠনিক মহাদেব বিশ্বাস, ক্যশিয়ার শেখ আলমগীর কবির, প্রচার সম্পাদক শেখ মিন্টু, ক্রিয়া সম্পাদক শেখ ফজর আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ নাদির হোসেন, অফিস সম্পাদক মোহাম্মদ ফরিদ হোসেন, মিডিয়া বিষয়ক সম্পাদক শেখ আল নূর ইমন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আব্দুল আলীম প্রমূখ।