অপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে সাড়ে ৩শ গ্রাম গাঁজা ও নগদ ৮১ হাজার টাকাসহ নারী আটক

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে ৩৫০ গ্রাম গাঁজা ও নগদ ৮১ হাজার টাকাসহ জহুরা খাতুন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে আটকৃত মাদক ব্যবসায়ী জহুরা খাতুন ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে (মনি) এর স্ত্রী।

কালিগঞ্জ থানাসূত্রে জানা গেছে, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার সময় জহুরা খাতুন এর বাড়ি তল্লাশি করে মাদক ও নগদ অর্থ পাওয়া যায়, কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান কালিগঞ্জ থানার একটি চৌকস টিম ধলবাড়িয়া ইউনিয়ন থেকে মাদক কারবারিকে হাতে নাতে আটক করা হয়ছে, এ বিষয়ে কালিগঞ্জ থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *