কলারোয়ায় প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল মালিক সমিতির কমিটি গঠন
এস এম ফারুক হোসেন, কলারোয়া: বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কলারোয়া শাখা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) উপজেলা ক্লিনিক সমিতির উদ্যোগে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মালেক সৃষ্ঠা অফিস কার্যালয়ে আলোচনা সভা পর কমিটি গঠন করা হয়েছে।
স্টার প্যাথলোজির পরিচালক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিতে মডার্ন ক্লিনিকের পরিচালক আনোরুজ্জামানকে সভাপতি ও হাসান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হাসান আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি ৩বছর মেয়াদি করা হয়েছে।কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন: সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আছিয়া মেমোরিয়াল ক্লিনিকের পরিচালক রমজান আলি, সাংগঠনিক সম্পাদক মিতালি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শফিকুল ইসলাম,কোষাধ্যক্ষও দপ্তর সম্পাদক ক্লিনিকের পরিচালক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ডক্টর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নজরুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন ক্লিনিক পরিচালক আব্দুর রহমান।